জেনে নিন দুনিয়ার সেরা পাঁচ সবচেয়ে দামী ফলের কথা।
৫) এগ অফ দ্য সান
ম্যাঙ্গোস
প্রজাতির জোড়া ফলের
দাম বাংলাদেশী টাকায় প্রায় দুই লক্ষ টাকা।জাপানে এই
ফলের সমাদর এতই হাতে গোণা যে কটি দোকানে এই ফল কিনতে দোকানের বাইরে ভিড় জমায়।
সারা বছরের মধ্যে মাত্র ১৫দিন বিক্রি হয় এই ফল।
৪) রুবি রোমান আঙুর
এই আঙুরের এক গোছার দাম বাংলাদেশী টাকায় প্রায় তিন লক্ষ টাকা। দেখতে অনেকটা পিংপং বলের মত। পাওয়া
যায় একমাত্র জাপানের ইসিকোয়ায়। স্বাদ এতটাই মিষ্টি, আর সুন্দর যে কেউ আবার খেতে শুরু
করলে থামতে চায় না। তবে এত দামী যে খুব কম লোকের সৌভাগ্য হয়েছে রুবি রোমান আঙুর খাওয়ার।
৩) ডেনসুকে তরমুজ
এই প্রজাতির একটা তরমুজের দাম বাংলাদেশী টাকায় প্রায় ৪ লক্ষ টাকা-একটা তরমুজের দাম দিয়ে কিনে ফেলা যায় দারুম
একটা গাড়ি। তবু ভাবছেন তো কেন কিনবেন এই তরমুজ। তাহলে শুনুন এই প্রজাতির তরমুজের গুণ।
এতে অনেক রকম রোগ দূর হয় আর স্বাদ! সে তো কথাই নেই। জাপানের হোকাইডো দ্বীপে একমাত্র
চাষ করা হয় এই তরমুজ। বছরে মাত্র হাজার দুয়েক হয় এই তরমুজ। বিক্রি হয় নিলামের মাধ্যমে।
মাত্র ১০০ জন মানুষই এই তরমুজ কিনতে পারেন।
2) লস্ট গার্ডেনের আনারস- (একটা আনারসের দাম ৯ লক্ষ ৩০ হাজার টাকা)- গ্রেট ব্রিটেনে চাষ হয় এই লস্ট গার্ডন
আনারস। প্রায় দু বছর নিরলস পরিশ্রমের পর চাষ হয় এই আনারসের। গরম ঘরের মধ্যে কড়া নজরদারির
মধ্যে তৈরি হয় এই তরমুজ। নিলামে উঠে বিক্রি হয়।
1 বিশ্বের সবচেয়ে
দামি ফলের নাম ইউবারি মেলন। জাপানের এ ফলটি সহজলভ্য নয়। এ ফলের দামে কেউ সোনা বা
এক টুকরো জমিও কিনতে পারে। এটি শুধুমাত্র জাপানে জন্মায় এবং বিক্রি করার সময় প্রতি কেজি ২০
লাখ পর্যন্ত খরচ হয় (ইউবারি তরমুজের দাম) শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এই ফল কিনতে
পারেন। এটি জাপানে এত অল্প পরিমাণে জন্মায় যে এটি বাইরে পাঠানো যায় না।
এটাই পৃথিবীর
সবচেয়ে দামি ফল। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।
ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আর ভেতরটা
দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো। এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত
হতে পারে
Leave a Comment