অদ্ভুত এই পৃথিবীতে ভিন্ন চিন্তাধারার হাজারো মানুষ তাদের নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করে। কখনো কখনো কিছু মানুষের চিন্তাধারা ও কর্মকাণ্ড আমাদের মতো সাধারণ মানুষের চোখে অদ্ভুত কিংবা উদ্ভট লাগে!
আজ আমরা এমন কিছু হোটেল সম্পর্কে জানবো যা সাধারণ মানুষের ভাবনার অনেক ঊর্ধ্বে!


1
। ম্যাজিক  হোটেল

বনে রহস্যময় পর্বত হিসেবে পরিচিত মন্টানার এই হোটেল। হোটেলটি চিলির ঘন বনে অবস্থিত । এর পাশেই রয়েছে চমৎকার জলপ্রপাত। এই হোটেলটির নির্মাণ অত্যন্ত চমৎকার,টেকসই এবং উন্নতমানের। হোটেলটি বাইরে থেকে দেখতে মনে হয় প্রাকৃতিক পাহাড়ের গায়ে দরজা,জানালা লাগান। এটি ইকো পর্যটকদের জন্য আদর্শ স্থান। এর একটি সিঙ্গেল রুমের ভাড়া ২১৫ ডলার। হোটেলটির পাশে ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে জীববৈচিত্র্য ও প্রাণীকুল সংরক্ষণের জন্য একটি পার্ক রয়েছে।


2। সল্ট হোটেল:

বলিভিয়ায় অবস্থিত লবণ হোটেল লুলাসালাদা বিশ্বের সর্বপ্রথম ও বৃহত্তম লবণ হোটেল। এর বেশির ভাগ জিনিসই যেমন দেয়াল,চেয়ার,টেবিল,মেঝে,সিঁড়ি,সিলিং লবণ দ্বারা নির্মিত। বলিভিয়ার অভ্যন্তরে চলছানি গ্রামের পাহাড়ে অবস্থিত লবণ হ্রদে এই হোটেলটি গড়ে উঠেছে। এছাড়াও এখানে রয়েছে ষ্টীম ও বৃহৎ নোনা জলের পুকুর। একদিনের জন্য এখানে রাত্রি যাপন করতে ১৫০ ডলার ব্যয় করতে হয়।

3. ভি-৮ হোটেল

বিশ্বজুড়ে গাড়িপ্রেমীদের জন্য এই হোটেলটি এক আদর্শ জায়গা। জার্মানিতে অবস্থিত এই হোটেলটি দেখে চমকে উঠতে বাধ্য হবেন আপনি। এই হোটেলের প্রত্যেকটি রুম বিশ্বের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের কারের আদলে ডিজাইন করা হয়েছে। এমনকি এই হোটেলের বিছানা ও আসবাবপত্রগুলোও কারের আদলে বিশেষভাবে ডিজাইন করা।



4। জিরাফ হোটেল

প্রাকৃতিক পরিবেশে গৃহপালিত বন্য প্রাণীদের সঙ্গে থাকার মত  শুধুমাত্র একটি হোটেল আছে যা  কেনিয়ায় অবস্থিত। আর কোথাও আপনি এমন পাবেন না । কারণ এখানে আপনি যেখানে থাকছেন সেখানে একটি জিরাফও তার মত স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। সকাল হতে না হতেই জিরাফগুলো হোটেলের কাছে চলে আসে। কেননা হোটেলে অবস্থানরত অতিথিরা সকালের নাস্তা করতে বসে আর জিরাফগুলো তখন জানালার পাশে দাঁড়িয়ে থাকে খাবার এর জন্য। তারাও খুব উৎসাহিত হয়ে জিরাফগুলোকে খেতে দেয়। এছাড়াও জিরাফগুলোর জন্য হোটেলের দরজা-জানালায় খাবার দেওয়া থাকে। এই হোটেলে থাকলে প্রাণীদের সঙ্গে  মিথষ্ক্রিয়া উপলব্ধি করা যায়। আপনি তাদের সাথে চাইলে ছবিও তুলতে পারেন। রাতারাতি থাকার জন্য দাম ঋতু অনুযায়ী উঠানামা করে তবে অবশ্য এখানে থাকার জন্য আপনাকে অনেকটা উচ্চ মূল্যই গুনতে হবে। মূলত প্রাণী রক্ষার জন্য একটি ভিত্তি হিসেবে এই  ব্যবস্থাটি নেয়া হয়েছে।

5। পোসাইডোন আন্ডার-সি রিসোর্ট

ফিজিতে অবস্থিত এই হোটেলটি সমুদ্রের তলদেশে বানানো একটি ফাইভ স্টার মানের হোটেল। পোসাইডোন আন্ডার-সি রিসোর্ট সমুদ্রের তলদেশে বানানো পৃথিবীর সর্বপ্রথম একমাত্র ফাইভ স্টার মানের হোটেল। এই হোটেলটি বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। আপনি যদি সমুদ্রের নিচে প্রিয়জনের সাথে একটু ভালো সময় কাটানোর স্বপ্নে বিভোর হয়ে থাকেন তাহলে এই হোটেলটি হবে আপনার জন্য শ্রেষ্ঠ গন্তব্য।



6। কাক্সলাউত্তেনেন হোটেলঃ

কাক্সলাউত্তেনেন হোটেলটি ফিনল্যান্ডে অবস্থিত। রূপকথার কাচের তৈরি ইগলু এর ন্যায় এই হোটেলটিতে আপনি উষ্ণ শীত এর আনন্দ উপলব্ধি করতে পারবেন। এর কিছু কক্ষ আউটডোর সুইমিং পুল দিয়ে সজ্জিত করা ।আপনি রাতে আপনার বিছানা থেকেই তারকাখচিত ফিনল্যান্ডের পরিষ্কার আকাশ দেখতে পাবেন। এখানে একদিন থাকার জন্য প্রায় ২০০ ডলারের মত লাগে।




7ন্যাচুরা ভাইভ স্কাইলজ

খাঁড়া পাহাড়ের ঢালে ঝুলে থাকা এই হোটেলটি পেরুতে অবস্থিত। এই হোটেলের প্রত্যেকটি কামড়া বৈজ্ঞানিক উপায়ে পাহাড়ের ঢালে ভিন্ন ভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে। এই হোটেলে যেতে হলে আপনাকে অবশ্যই গোটা পাহাড় চড়ে তারপর যেতে হবে। এডভেঞ্চারপ্রেমীদের জন্য এই হোটেলটি হতে পারে একটি আদর্শ জায়গা। পাঠক একবার ভেবে দেখুন, পাহাড়ের গা ঘেষে শূন্যে ঝুলে থেকে সন্ধ্যার সূর্যাস্ত দেখতে দেখতে আপনি কফির কাপে চুমুক দিচ্ছেন। এরচেয়ে রোমাঞ্চকর অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব নয়।


Leave a Comment